সিলেটে প্রি-পেমেন্ট মিটারের রির্চাজ কার্ড বিক্রয় ১০ দিন বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন পবিত্র ঈদুল আযহা এর সরকারি ছুটি উপলক্ষে বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের আওতাধীন উপশহরস্থ প্রি-পেমেন্ট ভেন্ডিং সেন্টার এবং ব্যাংকের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের রির্চাজ কার্ড বিক্রয় বন্ধ থাকিবে।
সেখানে গ্রাহকদেরকে উক্ত বন্ধের পূর্বে চাহিদা মত রিচার্জ কার্ড ক্রয় করে রাখার জন্য অনুরোধ করা হয়। তবে ছুটিকালীন সময়ে বিকাশের মাধ্যমে রিচার্জ কার্ড ক্রয় করা যাবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।