শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নাইন এমএম পিস্তল উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে নগরের মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব নামের এক ব্যক্তির বাসা থেকে এগুলো উদ্ধার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল।

র‍্যাব জানায়, শুক্রবার দুপুরে নগরের মিরাবাজার আগপাড়া এলাকার রাজিব নামের এক ব্যক্তির বাসা থেকে এই পিস্তলটি উদ্ধার করা হয়। এটি কোনো থানা বা ফারি থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে। তবে অভিযানকালে রাজিবকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাব।

মশিহুর রহমান সোহেল জানান, অস্ত্র উদ্ধার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। আর ওই রাজিব হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।