বুধবার , ২৩ এপ্রিল ২০২৫, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:২৫

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা রঞ্জন সহ ২২ জনের নামে মামলা 

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় ছাত্রলীগ নেতা রঞ্জন সহ ১৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে এই মামলা দায়ের করা হয়। 

মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান চৌধুরীকে প্রধান ও জেলা ছাত্রলীগ নেতা রঞ্জন বিশ্বাসকে ২ নম্বর আসামী করে এই মামলা দায়ের করা হয়।

জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করে আসছে। পরে গত ১৭ এপ্রিল তারা আবারও তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে প্রভাব খাটিয়ে তার দোকানে ভাঙচুর ও লুটপাট করেছেন।

এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১৪ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা করেছেন।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মামলা করার পরে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটানো বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এর মধ্যে রঞ্জন বিশ্বাস এখন দেশে নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।