#অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে- জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান
সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান। এসময় তিনি বলেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্যসহ নানা জটিলতা কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। তিনি এ দায়-দায়িত্ব জেলা প্যানেল আইনজীবীদের যথাযথভাবে পালন করার আহ্বান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন- এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চীফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম প্রমুখ।