শনিবার , ১ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:১৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এসাইলেন্ট ফাইটার্স আন্ত:টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মার্চ ১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে এসাইলেন্ট ফাইটার্স আন্ত:টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এসাইলেন্ট ফাইটার্স ফুটবল একাডেমির আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এক মহা উৎসবের উপলক্ষ্য হিসেবে বিবেচিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ভাই ব্রাদার্স স্পোর্টস জোন সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি দিলোয়ার হোসেন মোহিন, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লাহিন আহমদ, টিলাগড় ক্লাবের দপ্তর সম্পাদক শাকিরুল গউস।

এসময় আরও উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এস এম আতিকুর রহমান।

এদিন খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত হয়। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আয়োজিত এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে।  এমসি কলেজ মাঠে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো।

টুর্নামেন্ট আয়োজক ও সভাপতি আল আমিন জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এই ওয়ার্ড ও এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লিমন আহমদ। খেলায় ৮ টি টিম অংশগ্রহণ, ফাইনালে মুখোমুখি ২ দল ফার্স্ট এন্ড ফিউরিয়াস এবং হার্ড কিকার। হার্ড কিকার কে ৩-২ এ ট্রাইবেকারে হারায় ফার্স্ট এন্ড ফিউরিয়াস।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা। ম্যান অব দ্যা ম্যাচ: রাহুল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট : আহসান আহমেদ, টপ স্কোরার: শাহজাহান আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।