মঙ্গলবার , ১৭ জুন ২০২৫, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ৫

ডেস্ক রিপোর্ট
জুন ১৭, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মো. শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০) ও রানী বেগম(৩২)।

পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।