সোমবার , ২০ মে ২০২৪, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ১৭০ টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জামাদি প্রেরণ

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেটের ৩ উপজেলায় মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭০ টি ভোটকেন্দ্রে ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ভোটের সরঞ্জামাদি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। তিনি জানান, ইতিমধ্যে সিলেটের ৩ উপজেলার ১৭০ টি ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। তিন উপজেলায় ভোটার আছেন ৪ লাখ ৮৪ হাজার ৪৯৪ জন। এরমধ্যে ২ লাখ ৫২ হাজার ৩৪৯ জন পুরুষ ভোটার আর ২লাখ ৩২ হাজার ১৪৪ জন মহিলা ভোটার রয়েছেন। আর তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। আশা করছি শান্তিপূর্ণভাবে এই ৩ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।