রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৫৮

সিনিয়র নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভাঙ্গলেন যুবদলের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

#নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অনুপ্রবেশকারী বিদেশে অবস্থানকারী টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতাকার্মীদের অবমূল্যায়ন করে গঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আমরণ অনশন কর্মসূচি রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে  সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়।

পরে বেলা দুইটার দিকে সিনিয়র নেতাকর্মীরা খবর পেয়ে অনশনস্থলে গিয়ে তাদের দাবি পূরণে আশ^স্থ করেন। নেতাকর্মীরা অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
অনশন কর্মসূচিতে অংশ নেন যুবদল নেতা কৃষ্ণ কুমার ঘোষ, শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, জাবের হোসেন, এনামুল কবির সোহেল, জাবেদ আহমদ, মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, কায়েস আহমেদ, মুহিব খান, সাদ্দাম আহমেদ, নয়ন শেখ, মারুফ আহমদ, তামিম আহমদ, সুয়েল আহমদ, রাশেদ আহমদ, মারুফ আহমদ অনিক প্রমুখ।

অনশনকারী নেতারা বলেন, অবিলম্বে সিলেটে জাতীয়বাদী যুবদলের ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।  পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ার নেতাদের দাবি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ও অনুপ্রবেশকারী বিদেশে অবস্থানকারী টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এছাড়া কমিটিতে সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ নিচ্ছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এ সময় পদবঞ্চিতরা জানান, সিনিয়র নেতারা তাদের আশ্বাস দিয়েছেন সমন্বয়ের মাধ্যমে নতুন করে কমিটি করা হবে। আমরা শুধু আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি। এই কমিটি বাতিলে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করবো। এর পরের দিন আমরা সিলেটের পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করবো। সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন তারাও আমাদের সাথে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।