বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৮
আজকের সর্বশেষ সবখবর

সনিয়া খুনের প্রধান আসামী সজিব ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের টিকটক অভিনেত্রী সনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামী সজিবকে (২৯) ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) আসামীকে আদালতে তোলার পর পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ। এর আগে গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সজিব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।