বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক সংকট নিরসনের দাবিতে এমসি কলেজে মানববন্ধন

লবীব আহমদ
নভেম্বর ৭, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে পরিসংখ্যান বিভাগ থেকে একটি র‌্যালী শুরু হয়ে পুরো কলেজ প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকে গিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কলেজের অধ্যক্ষ বরাবরে তারা স্মারকলিপি প্রদান করেন।

পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের জয়িতা বণিক, আশিষ সেন, কাব্য ওঝা, কুলসুম আক্তার, তৃতীয় বর্ষের তাহারিয়া ইয়ামিন অর্থি, প্রথম বর্ষের পাবেল মিয়া প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, পরিসংখ্যান বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এখন প্রায় ২০ টি ব্যাচ অনার্স শেষ করতে যাচ্ছে। কিন্তু সেইক্ষেত্রে আমাদের মাত্র একজন শিক্ষক আছেন। যেটা একেবারেই কাম্য নয়। প্রায় ৬ থেকে ৭০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৪ জন শিক্ষকের পোস্ট। সেটাও আমরা আশা করি না। অন্যান্য বিভাগে ১২ জন ১৩ জন করে শিক্ষক আছেন। সেখানে পরিসংখ্যানে মাত্র একজন শিক্ষক। পরিসংখ্যান এমন একটা বিষয়, যেখানে শিক্ষক ছাড়া পড়া কোনোভাবেই সম্ভব না। পরিসংখ্যানে কোনো শিক্ষক পদায়ন নেই এবং পদায়নের জন্য সেভাবে কোনো ব্যবস্থাও নেই। আমাদের শিক্ষক না থাকার কারণে রেজাল্টে বিপর্যয় দেখা দিচ্ছে প্রতিনিয়ত। যার কারণে আমরা আমাদের ভালো ফলাফল দ্বারা সেরাদের লিস্টে আসতে পারতেছি না। কিন্তু, আমরা জানি আমাদের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। আমরা পড়তে চাই এবং আমরা চাই আমাদের শিক্ষক দ্বারা যাতে ক্লাস হয়। এরকম ছন্নছাড়া ডিপার্টমেন্ট আসলে আমরা আশা করি না। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরব হবেন এবং খুব তাড়াতাড়ি শিক্ষক সংকট দূর করবেন। যেহেতু এখন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেহেতু আমরাও নতুন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে চাই।

পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগে ১জন সহযোগী অধ্যাপক, ১জন সহকারী অধ্যাপক ও ২জন প্রভাষকের পদ সৃষ্ট আছে। কিন্তু, গত প্রায় সাড়ে ৩ বছর থেকে পরিসংখ্যান বিভাগে মাত্র একজন সহযোগী অধ্যাপকের অধীনে চলছে পাঠদান কার্যক্রম থেকে শুরু করে ডিপার্টমেন্টের সকল কাজ। বর্তমানে পরিসংখ্যান বিভাগের স্নাতক, মাস্টার্স, মাধ্যমিক ও ডিগ্রির শিক্ষার্থী রয়েছেন প্রায় হাজারখানেক।

এবিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে নতুন শিক্ষক নিয়োগ না দেয়ায় মাত্র একজন শিক্ষক দিয়েই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। একজন শিক্ষক দিয়ে কোনোভাবেই একটি ডিপার্টমেন্ট চালানো সম্ভব না। এই বিভাগে শিক্ষক পদায়নের জন্য মন্ত্রণালয়ে বারবার স্মারকলিপি ও পত্র পাঠানো হয়েছে। গত সপ্তাহেও সিনিয়র সচিব বরাবরে আবেদন করা হয়েছে। এখানে শিক্ষক পদায়নের পাশাপাশি নতুন করে শিক্ষকের পদ সৃষ্ট করে নিয়োগ দেওয়ার জোর দাবি জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।