শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন ২ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুছ আলী।
নিয়োগপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান খান প্রিন্স।
উপ-রেজিস্ট্রার মো. ইউনুছ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে ২নজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ধরণের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।