শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
আজ রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ঐ অনুষদের ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর করেন ওই অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. দিলারা রহমান।
এ বিষয়ে নতুন ডিন লায়লা আশরাফুন বলেন, ‘আজ সকালে ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিতেও কাজ করব। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।