রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৪৬
আজকের সর্বশেষ সবখবর

শচীনকে ছাড়িয়ে নতুন রেকর্ড বিরাট কোহলির

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যক্তিগত রেকর্ড গড়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে দিলেন বিরাট কোহলি। সদ্য সমাপ্ত টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলির সংগ্রহ ৬৪ (৪৪ ও ২০)। এই টেস্টে নামার আগে নতুন মাইলফলকের থেকে ঠিক ৫২ রান দূরে ছিলেন তিনি। কোন মাইলস্টোন? আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার ও তার বেশি রান করার। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে সেই মাইলস্টোনই ছুঁয়ে ফেললেন কোহলি। ক্রিকেট বিশ্বের ষষ্ঠ তারকা হিসেবে এই নজির গড়েন তিনি। নিজের হোম গ্রাউন্ড দিল্লিতেই অনন্য রেকর্ডের মালিক হয়ে টপকে গেলেন মাস্টার ব্লাস্টারকে।

দিল্লি টেস্ট ছিল কোহলির ৪৯১তম আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৪৯তম ইনিংস। আর তাতেই ২৫ হাজারের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করেই শচীনকে পেছনে ফেললেন কোহলি। ২৫ হাজার রান করতে লিটল মাস্টার খেলেছিলেন ৫৭৭টি ইনিংস। এতকাল ২৫ হাজারি রানের ক্লাবে ভারতীয় হিসেবে নাম ছিল শুধু শচীনের। এবার তার পাশে জ্বলজ্বল করছে কোহলির নামও। বারবার সমালোচনায় বিদ্ধ কোহলি যেন বুঝিয়ে দিতে চাইছেন, তিনি ফুরিয়ে যাননি।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সর্বোচ্চ রানের মালিক শচীন। ৬৬৪ ম্যাচে তার সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। তার পরই রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৫৯৪ ম্যাচে ২৮,০১৬ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫৬০ ম্যাচে ২৭,৪৮৩) এবং শ্রীলঙ্কারই মাহেলা জয়বর্ধনে (৬৫২ ম্যাচ ২৫,৯৫৭)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।