বাংলাদেশ লোকসাহিত্য গবেষণা পরি ষদ সিলেট বিভাগের আয়োজনে গত ১৯ মার্চ সিলেট নগরীর জিন্দাবাজা রস্থ নজরুল একাডেমি মিলনায়তনে ল ন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রে সিডেন্ট, কবি ও সাংবাদিক রহমত আ লী রচিত কাব্য গ্রন্থ ‘সোনার হরি ণ’ দ্বিতীয় খন্ডের প্রকাশনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লোকসাহিত্য গবে ষণা পরিষদের চেয়ারম্যান কবি মো স্তাফিজুর রহমান চৌধুরী। লোকসা হিত্য পরিষদ সিলেট বিভাগের সভা পতি অধ্যাপক সিরাজুল হকের সভা পতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শাহ আব্দু স সালামের পরিচালনায় প্রধান আলো চকের বক্তব্য রাখেন, বীর মুক্তি যোদ্ধা লোকমান হোসেন। বই নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ ধা আব্দুল খালিক, কমরেড সিকন্দর আলী, কবি শিকদার মুহাম্মদ কিব্ রিয়াহ, সাংবাদিক হৃষীকেশ রায় শং কর, মরমী কবি আব্দুল আজিজ চৌধু রী, অধ্যাপক জান্নাত আরা খান পা ন্না, কথা শিল্পী সেলিনা জাহান, এম এ আলী জালালাবাদী, আসাদুজ্ জামান নূর, কবি কামাল আহমদ, কবি তালেব হোসেন, সাংবাদিক সোহেল আ হমেদ, সাংবাদিক জুবায়ের আহমেদ সা র্জন, এডভোকেট জাহাঙ্গীর আহমদ, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মা সুদ রানা চৌধুরী, ইমরান আহমেদ এ ডভোকেট, কবি সাহিনা জালালী পিয়া রা প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাংবা
উল্লেখ্য, কবি রহমত আলী’ র সোনার হরিণ কাব্যগ্রন্থটির এটি ছিল দ্বিতীয় খন্ড। প্রথম খন্ডটি এর আগে প্রকাশিত হলে ২০১৯ সালে সেটির প্রকাশনা অনুষ্ঠান ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এ প্রকাশনার আয়োজন করেছিল, বাংলাদেশ পোয়েটস ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেছিলেন, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।