রবিবার , ২৮ জুলাই ২০২৪, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:২২

রবি-মঙ্গলবার ১১ ঘণ্টা শিথিল কারফিউ

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৮, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী কারফিউ চলমান থাকবে। তবে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হওয়ায় আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের চারটি জেলায় ১১ ঘণ্টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অন্যান্য জেলায় জেলা প্রশাসন কারফিউ ঘোষণা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।