বুধবার , ৩ মে ২০২৩, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে সাত জনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
মে ৩, ২০২৩ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে সাত জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে দুই নিখোঁজ কিশোর এবং একজন যৌন অপরাধীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ওকলাহোমা শহরের কাছে সেই বাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ।

এ ব্যাপারে ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়।

তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি।

কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দু’টি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।