সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:০৫

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারী

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সিলেটের এম মুশফিকুল ফজল আনসারী। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) হন।

গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছিল, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার মুশফিকুল ফজল আনসারীকে তিন বছরের জন্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়।

তিনি জাতিসংঘ সদর দপ্তরের একজন স্থায়ী সদস্য ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।