হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তের দশ গজ দূরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লাখ বাংলাদেশী টাকা জব্দ করেছে (বিজিবি)।
গত শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে টাকাগুলো জব্দ করা হয়।
বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, গত শুক্রবার ধর্মঘর বিওপির একদল বিজিবি সদস্য উপজেলার আলীনগর এলাকায় সন্দেহজনক চোরাকারবারীকে ধাওয়া করলে ওই ব্যক্তি গাঁজা সদৃশ্য একটি পোটলা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উল্লেখিত পোটলা থেকে ৭ বান্ডিলে ১৮ লাখ টাকা পায় বিজিবি।
গতকাল শনিবার সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।