কোম্পানীগঞ্জের বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা প্রদান সম্পন্ন হয়।
বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক নুরুল মুস্তাকিম ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ।
পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্টপোষক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. ফখর উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মঈনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আজির উদ্দিন, পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেদ আহমদ, এডভোকেট রিপন চন্দ্র দাস, ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কুতুব উদ্দিন, বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি আল আমিন, বীর বিক্রম চৌধরী, উত্তম বেপারী, কাজল চন্দ্র দাস, রাশেদুল আলম রঞ্জ, মিহিকা, সেলিনা বেগম সহ পূ্র্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়া আরও বক্তব্য রাখেন বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের সভাপতি সুহেল আমিন, সহ-সভাপতি এবাদুর রহমান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ- সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান সুমন, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক এমদাদুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক জহির উদ্দিন, দপ্তর সম্পাদক ইসরাক আহমদ রুমেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, সহ আইন বিষয়ক সম্পাদক মামুন আহমদ, আল মুক্তাদির রাহাত, তন্ময় দাস, কামরুল, লাহিন প্রমুখ।