শনিবার , ২৯ এপ্রিল ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির সাথে ৫ কেজি ওজনের শিলা, দেখতে মানুষের ভীড় 

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী জেলার পাংশা ও বালিয়াকান্দিতে শিলাবৃষ্টি হয়েছে। আজ শনিবার বিকেল থেকে শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে থাকে।

পাংশা উপজেলার চান্দুর মোড় এলাকায় ৫ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছেন স্থানীয়রা। এত বড় আকৃতির শিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টিকে কেউ কেউ দোকান থেকে আনা বরফ বলে জানাচ্ছেন।

স্থানীয়দের দাবি, এত বড় আকৃতির শিলা আগে কোনদিন দেখা যায়নি।

বিকেল সাড়ে ৪টার দিকে এত বড় শিলার দেখতে পাওয়া গেলে সেটি পরিমাণ করা হয়। যার ওজন হয় ৫ কেজি।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, শিলা তো আর আমার হাতে এসে পড়েনি অথবা পড়ার পর আমার হাতে জমা দেয়নি। আমি বিষয়টি শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।