মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে সিলেট নগরে শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৯, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

নগর ভবনের সামন থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগরভবন প্রাঙ্গনে এসে র‌্যালি শেষ হয়। র‌্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল এন্ড বিয়েভিয়র চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আযম, সিটি কর্পোরেশনের উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।