সোমবার , ২৭ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:৫২
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে সড়কে ইট-বালু রাখায় ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

ডেস্ক রিপোর্ট
মার্চ ২৭, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে সড়কে ইট-বালু রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ মালামাল দোকানে রাখায় বাজার মনিটরিং-এর অংশ হিসেবে ৪ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওই জরিমানা আদায় করে। এসময় তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করার ও সড়কে ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীসহ সকলের প্রতি আহবান করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সাথে পুলিশ ও নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।