সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-৩ গোলে ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে নেপাল।
তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে তারা। ফাইনাল খেলতে হলে নেপালের জয় ছাড়া বিকল্প কোনো কিছু ছিল না। যদিও শক্তিশালী ভারতকে বলতে গেলে উড়িয়ে দিয়েছে তারা।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের ফাইনাল এখন বাংলাদেশ-ভুটান ম্যাচের ওপর নির্ভর করছে। ভুটানের বিপক্ষে ড্র করলেই ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে ভুটান বাংলাদেশকে হারালেই কেবল ভারতের ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ হারলে ভারত ও বাংলাদেশ উভয়ের সমান ৪ পয়েন্ট হবে। দুই দলের হেড টু হেডও ড্র। তখন গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় তারা ফাইনাল খেলবে।