বুধবার , ১৮ অক্টোবর ২০২৩, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ১০:৫০

ফিলিস্তিনে সহিংসতা বন্ধে এমসি কলেজে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরাঈলী বাহিনীর বর্বরোচিত হামলা ও মুসলিম গণহত্যার প্রতিবাদে সিলেটের এমসি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এমসি কলেজে সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কলেজের শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কলেজ গেইটে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এমসি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী সাঈদ খান, কাউসার শিহাব,
মামুন আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

এসময় তারা বলেন, ইসরাইলি সশস্ত্রবাহিনী প্রতিনিয়তই নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, বন্দী ও নির্যাতন করে যাচ্ছে। প্রকাশ্যে ফিলিস্তিনি শিশু ও নারীদের গুলি চালিয়ে হত্যা করছে। একের পর এক ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দখল করে নিচ্ছে। এর প্রতিবাদে নিরস্ত্র ফিলিস্তিনিরা ইট-পাথর নিক্ষেপ করলে ইসরাইলিরা জবাবে গুলি ছুড়ছে। তাদের বিমানবাহিনী ফিলিস্তিনি বস্তিগুলোর উপর নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে।

তারা আরও বলেন, ফিলিস্তিনের গাজায় জালেম ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘসহ শান্তিকামী দেশগুলো কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। খাবার পানি ও চিকিৎসার অভাবে বহু ফিলিস্তিনি নারী শিশু মারা যাচ্ছে। মার্কিন সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ।

স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সঙ্কটের সমাধান নেই। এই দাবিতে বিশ্ববাসীকে এক হতে হবে। মুসলিমবিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকলে ইসরাইলিরা পিছু হটতে বাধ্য হবে। তারা নিশ্চিত পরাজিত হবে ও সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।