৬ দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র। ভারত সীমান্ত থেকে নেমে আসা ধলাই নদের জিরোপয়েন্ট এলাকায় অবস্থান এ পর্যটন কেন্দ্রটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (০৫ জুন) উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সাথে নিয়ে সাদাপাথর এলাকা পরিদর্শন থেকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আগামী ০৬/০৬/২০২৫ তারিখ হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
উল্লেখ্য, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে ঝুঁকি এড়াতে গত ৩০ মে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা করেছিল। এটি সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। যেখানে ছুটির সময় কয়েক হাজার দর্শনার্থীর ঢল নামে।