সোমবার , ১ মে ২০২৩, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:১৩
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থী

ডেস্ক রিপোর্ট
মে ১, ২০২৩ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনের ১৩ দিন আগে মা হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থী। নির্বাচনে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পেতংতার্ন সিনাওয়াত্রা ফুটফুটে এক সন্তানের মা হয়েছেন এই নারী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। এক ইন্সটাগ্রাম বার্তায় নিজেই মা হওয়ার তথ্য জানিয়েছেন সিনাওয়াত্রা। নবজাতকের ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে আমি গণমাধ্যমের সাথে দেখা করব। তার আগে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন।’

৩৬ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন। থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের ব্যাপক জনসমর্থন রয়েছে।

আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।