সোমবার , ৩০ জুন ২০২৫, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

নির্দিষ্ট কোনো সময় নয়, ২৪ ঘন্টা সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত দেখতে চাই

ডেস্ক রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নাগরিক অধিকার হরণ করে অবৈধভাবে কারো পকেট ভারী হতে দেওয়া হবেনা

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা কর্মসূচী ও সিলেট নগরীর নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই রাজপথে থাকার অঙ্গীকার করে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক শপথ অনুষ্ঠিত হয়।

নাগরিক শপথ পূর্ব আলোচনাকালে বক্তারা বলেন, নাগরিক অধিকার হরণ করে অবৈধভাবে কারো পকেট ভারী হতে দেওয়া হবেনা। ১৫ দিনের মধ্যে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে আগামী ১৬ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে অবস্থান কর্মসূচীর মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নাগরিক শপথের মাধ্যমে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, নির্দিষ্ট কোনো সময় নয়, ২৪ ঘন্টা সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত দেখতে চাই। সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা না করা পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ এই নিকৃষ্ট ব্যক্তিদের জিম্মি দশা থেকে মুক্তি পাবে না।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় নাগরিক শপথ পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।

একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. আমিনুল ইসলাম ডিনেস, কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজমল আলী, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, দপ্তর সম্পাদক কালিপদ সূত্রধর, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মো. শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার ও প্রকাশনা মো. ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক সাগর দে, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সুহেল মিয়া ও সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি মো. জালাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক জাকির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।