গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল(জিএসসি) ইউকের উদ্যোগে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি তুরস্কে যান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের ট্রেজারার সালেহ আহমদ , সহ-সভাপতিদের মধ্যে আরজু মিয়া এমবিই, রাজিব বাসিত, হেলাল তরফদার এবং এক্সিকিউটভ মেম্বার ব্যারিস্টার শাহ মিজবাহ। তুরস্কের আদানা শহরের চীফ মুফতি তাদেরকে স্বাগত জানান।
জিএসসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রায় তেইশ হাজার পাউন্ড ফান্ড সংগ্রহ করে তা সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ করে। উল্লেখ্য চ্যানেল এস টেলিভিশন, টনটন মসজিদ ও ইসলামিক সেন্টার এবং পুল মস্ক ডরসেট ফান্ড সংগ্রহে সহযোগিতা করে। এছাড়া সংঠনের রিজিওনাল কমিটি এবং সদস্যরা অর্থ দিয়ে সহযোগিতা করেন। জিএসসি নেতৃবৃন্দ ফান্ড সংগ্রহ এবং বিতরণে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।