জৈন্তাপুর উপজেলায় ৬১৫ বোতল ভারতীয় মদসহ আট কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার ডিবির হাওর কদমখাল রোডে এসব মাদক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের মুক্তাপুর থেকে ডিবির হাওর কদমখাল রোড দিয়ে ভারতীয় মদের চালানের তথ্য জানতে পারে পুলিশ। রাত ২টার দিকে সেখানে অবস্থান নেয় জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় একটি জিপ গাড়িকে সিগন্যাল দিলে চালকসহ অজ্ঞাত তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ জিপ তল্লাশি করে ৬১৫ বোতল ভারতীয় মদসহ আট কেজি গাঁজা জব্দ করে। জিপটি থানায় নিয়ে যাওয়া হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মাদক জব্দের ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।