মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:১০

জাতীয় সরকার ঘোষনায় দেশব্যাপি ন্যাপ ভাসানীর মতবিনিময় গণকর্মসূচি

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

চলমান রাজনৈতিক সংকট ও সর্বদলীয় জাতীয় একতা সরকারের দাবীতে মতবিনিময় ও দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট বিভাগ ন্যাপ ভাসানীর উদ্যোগে সকল নেতাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানী চেয়ারম্যান বঙ্গদীপ মোসতাক, ন্যাপ ভাসানী ডা. এম জি কিবরিয়া, সিলেট বিভাগের আহবায়ক শহিদুল হক নগরী, এম এ আলী জালালাবাদী, জামাল আহমদ ইমতিয়াজ রহমান, কবি কামাল আহমদ মো: আনোয়ার হোসেন তালুকদার, জাহাংগির আলম, মো বদরুল ইসলাম, মৌলানা গিয়েস উদ্দিন, মো. শরিফ আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বঙ্গদীপ মোসতাক আহমদ ভাসানী বলেন, গ্রামীণ একটি প্রবাদ বাক্য আছে, বাসর রাত্রে বিড়াল মারতে হয়, তা না হলে সম্ভব নয়। এ বক্তব্যের আলোকে ৫ আগস্ট ছিল আন্দোলনরত সকল রাজনৈতিক দলসমূহ নিয়ে আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, অভিভাবকসহ সবার সমন্বয়ের সর্বদলীয় জাতীয়একতা গঠন করা, আমরা এর রূপরেখাও ঘোষণা করেছিলাম। যারা একবার করে সরকারে ছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল সবার সমন্বয় এই জাতীয় সরকার গঠন করা উচিত ছিল। এতে করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সকল সমস্যার সমাধানে ভারসাম্য রক্ষা হতে পারত। আজ এইগুলি সময়ের দাবি বাস্তবতার দাবি, এ কে পাস কাটিয়ে অন্য কিছু করার আর কোন সুযোগ নেই, আমরা ন্যাপ ভাসানীর পক্ষ থেকে সিলেট থেকে ঘোষণা করতে চাই। আমরা রাজনৈতিক ও সাংগঠনিক এবং সদস্য সংগ্রহ অভিযানে সারা দেশব্যাপী মত বিনিময় কর্মসূচি চালিয়ে যাবো। এব্যাপারে আমরা সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।