কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে ‘ইফতার গেট-টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার লন্ডনের ক্যাফে লিডসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ।
কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ সভাপতি মোজাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল রশীদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রাসেল, সদস্য আনোয়ার হোসাইন চৌধুরী সবুজ, লাহিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন সহ সভাপতি কামাল উদ্দিন।
তাহমীদ রশীদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফেদ আহমেদ, আনোয়ার হোসাইন, সাকিব আল হাদী, আবু সাঈদ, তাজ উদ্দীন, কিবরিয়া ওয়াহিদ, আরিফুল হক, ইবরাহিম আলী, হাবিবুর রহমান, আলী আহসান, জুনেদ আহমেদ ও নুরুল হক শাহজামান প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত প্রবাসীদের নিয়ে ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।