কোম্পানীগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের স্কাউট শিক্ষক আমিনুর রহমান জসিম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার (১৬ মে) কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
আমিনুর রহমান জসিম বাংলাদেশ স্কাউটস, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উপদেষ্টা।
তাঁর এমন কৃতিত্বপূর্ণ অর্জনে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ ও কলেজের শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন।
সিলেটের সকাল/লবীব
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।