রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আরইআরএমপি-৩ প্রকল্পের চেক হস্তান্তর

আবিদুর রহমান
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) এর নারী কর্মীদের মাঝে চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক হস্তান্তর ও সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নারী কর্মীদের আত্মকর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া।

অনুষ্ঠানে ৬১ জন নারী কর্মীর মাঝে ৬৯ লাখ ৭২ হাজার ৫৫৬ টাকার চেক হস্তান্তর সহ সনদ বিতরণ করা হয়। আর্থিক চেক ও সনদ পেয়ে নারী কর্মীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই টাকা আপনাদের অনেক কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে এমন কিছু করবেন যাতে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে।’ তিনি দুস্থ ও অসহায় নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকৌশলী জানান, আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৬১ জন দুস্থ ও নারী শ্রমিক ২০২০ সালের ১ জুলাই হতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চার বছর কাজ করেছেন। পিছিয়ে পড়া নারী, বিধবা এবং নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ প্রকল্প পরিচালিত হয়। প্রকল্প শেষ হওয়ার পর তারা যাতে স্বচ্ছলভাবে সংসার পরিচালনা ও ব্যয়ভার বহন করতে পারে সেজন্য তাদের মজুরি হতে সঞ্চয় হিসেবে কিছু টাকা কর্তন করে রাখা হতো। এই কর্তনকৃত সঞ্চয়ের টাকার চেক আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।