সোমবার , ৬ মার্চ ২০২৩, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

লবীব আহমদ
মার্চ ৬, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ মার্চ) বেলা ১২টায় স্কুলের হল রুমে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আরাফাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক নিপেন্দ্রনাথ বর্মণ, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য লবীব আহমদ, উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমান, ব্যবসায়ী কিশোর রঞ্জন দে, শাহাব উদ্দিন, জৈন উদ্দিন, তৈমুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল ইসলাম, নাজিরের গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন, মোস্তফা আহমদ কাচা, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক জগদীশ পুরকায়স্থ, আব্দুল হক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল বাছির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।