তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ৩ দিনব্যাপী আইসিটি ক্যাম্পের আয়োজন করে মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ। রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন ৩ ঘণ্টা করে চলে এই আইসিটি ক্যাম্প।
৩ দিনব্যাপী এই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত।
এসময় শেখ মো. নজরুল ইসলাম বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ও উন্নয়নের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা মনন ও দক্ষতা উন্নয়নে রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রোভার স্কাউট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে রোববার সকাল থেকে শুরু হয়েছে এই আইসিটি ক্যাম্প।
৩ দিনব্যাপী এই আইসিটি ক্যাম্পে অংশ নেন এমসি কলেজের রোভার স্কাউট, বিএনসিসি, রিপোর্টার্স ইউনিটি, মোহনা, থিয়েটার, বিজ্ঞান ক্লাব, কবিতা পরিষদের সদস্যবৃন্দ। এসময় শিক্ষার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ আরও খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।