মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৪১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ৩ দিনব্যাপী আইসিটি ক্যাম্প

লবীব আহমদ
অক্টোবর ১৭, ২০২৩ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে ৩ দিনব্যাপী আইসিটি ক্যাম্পের আয়োজন করে মুরারিচাঁদ (এমসি) কলেজ রোভার স্কাউট গ্রুপ। রোববার সকাল ৯টা থেকে শুরু হয়ে গতকাল মঙ্গলবার সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন ৩ ঘণ্টা করে চলে এই আইসিটি ক্যাম্প।

৩ দিনব্যাপী এই ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত।

এসময় শেখ মো. নজরুল ইসলাম বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ও উন্নয়নের অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা মনন ও দক্ষতা উন্নয়নে রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রোভার স্কাউট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে রোববার সকাল থেকে শুরু হয়েছে এই আইসিটি ক্যাম্প।

৩ দিনব্যাপী এই আইসিটি ক্যাম্পে অংশ নেন এমসি কলেজের রোভার স্কাউট, বিএনসিসি, রিপোর্টার্স ইউনিটি, মোহনা, থিয়েটার, বিজ্ঞান ক্লাব, কবিতা পরিষদের সদস্যবৃন্দ। এসময় শিক্ষার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ আরও খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।