বুধবার , ৩ মে ২০২৩, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

এমসি কলেজে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

লবীব আহমদ
মে ৩, ২০২৩ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

এমসি কলেজে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী শতবর্ষী মুরারিচাঁদ কলেজে (এমসি) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উদযাপিত হলো সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ। 

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তৌফিক এজদানী চৌধুরী, প্রতিযোগিতার আহবায়ক ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূরে ফারহানা বেগম।
অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ তাঁর বক্তব্যে বাংলাদেশের সাম্য ও সম্প্রীতির বিষয়টি তুলে ধরে বলেন, ‘সহপাঠ্যক্রমিক কার্যক্রম পড়ালেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ছাড়া অপরটি পূর্ণাঙ্গ হয় না। এই কার্যক্রমে অংশ নিলে শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে না।’ অসাম্প্রদায়িক চেতনার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের শ্রেণিমুখী হয়ে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে আহবান জানান।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে এমসি কলেজে মোট ১৬টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের অডিটোরিয়াম, সমাজ বিজ্ঞানের ২০১নং কক্ষ ও মনোবিজ্ঞান বিভাগের ২০২নং স্মার্ট শ্রেণিকক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার ঘোষণা প্রদান করেন। প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অর্জন করে, তারা পরবর্তীতে বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।