সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্রাকের সহায়তায় ‘নো ইয়োর এমপ্লোয়ার’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুর সাড়ে বারোটায় কলেজের একাডেমিক ভবনের ২০৬ নম্বর কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বর্ষা রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আশরাফুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বিলাল উদ্দিন, ব্রাক ব্যাংক লিমিটেডের সিলেট রিজনের রিজিওনাল হেড মো. রেজাউর রহমান, সাকসেস স্টোরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন।
উক্ত সেমিনারে এমসি কলেজের ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার হাবের ভলেন্টিয়ার সুষ্মিতা চন্দ মৌ, শাহ মোঃ আদনান, রেহানা বেগম, আইভি আক্তার কেমি।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ের দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। সেই বেকারত্বকে জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। আর কিভাবে স্বল্প সময়ে এটা সম্ভব তা নিয়ে তারা আলোচনা করেন। ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সেক্টরে নিজেকে এগিয়ে নেওয়া যায়, নিজের উপর আস্থা রেখে ক্যারিয়ারে সফল হওয়া যায়, এই বিষয়গুলো তুলে ধরে দীর্ঘ ২ ঘন্টা আলাপ আলোচনা করেন বক্তারা।