রবিবার , ২৩ মার্চ ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে কেমিস্ট্রি ক্লাবের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

এমসি কলেজ প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বড়বাড়ি নামে খ্যাত কেমিস্ট্রি ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) কেমিস্ট্রি অ্যালামনাইয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা।

সংবর্ধনায় কলেজের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরও ভালো করার পরামর্শ দেন।
বক্তারা বলেন, “এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, বরং এক মিলনমেলা। যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়। কেমিস্ট্রি অ্যালামনাইয়ের সহযোগিতায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

অ্যালামনাই সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা কলেজের শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন ও সহযোগিতা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়। উপস্থিত সবাই এমন আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।