সিলেটের ঐতিহ্যবাহী শতবর্ষী মুরারিচাঁদ (এমসি) কলেজের “পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে মুরারিচাঁদ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজকে ফুলেল শুভেচ্ছা এবং শিক্ষা কর্মকর্তা ও শিক্ষার্থী মতবিনিময় সভা” অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সোমবার (৮ই মে) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ফিজিক্স ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো: তৌফিক এজদানি চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সকল শিক্ষকবৃন্দ।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ সহ ফিজিক্স ক্লাবের সকল সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফিজিক্স ক্লাবের সভাপতি সামসুল আহমদ সায়েম।
উল্লেখ্য, অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ দীর্ঘদিন মুরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে তিনি সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি লাভ করেন।
পরে গত ১২ ই এপ্রিল তিনি মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন।