বুধবার , ১২ এপ্রিল ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১২:০৮
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের নয়া অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মোঃ রিয়াজ

লবীব আহমদ
এপ্রিল ১২, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজ। এর আগে তিনি ২০২২ সালের ৪ এপ্রিল থেকে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এমসি কলেজে পড়ালেখা করেছেন এবং এই কলেজে শিক্ষকতার পাশাপাশি এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী রোববারে তিনি দায়িত্বগ্রহণ করবেন বলে জানা যায়।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ—২) উপ—সচিব কাজি মো: আব্দুর রহমান বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। আগামী ১৮ই এপ্রিলের মধ্যে নতুন দায়িত্ব¡ গ্রহণের নির্দেশ দেয়া হয় এই বিজ্ঞপ্তিতে।

অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজের চাকুরীজীবনের শুরুটা হয় ১৯৯৩ সালে। তিনি চতুর্দশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রথম যোগদান করেন।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক আবুল আনাম মো: রিয়াজ বলেন, সিলেট সরকারি কলেজ থেকে এমসি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় প্রথমেই মহান আল্লাহ তায়া’লার অশেষ শুকরিয়া আদায় করছি। আমি এমসি কলেজে পড়ালেখা করেছি এবং এই কলেজের সর্বোচ্চ পদে আসীনের স্বপ্ন ছিল, আল্লাহ তায়ালা তা পূরণ করেছেন। এখন সবাইকে নিয়ে কলেজের একাডেমিক কার্যক্রম গতিশীল করে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।