এইচএসসি (বিএম) পরীক্ষায় কোম্পানীগঞ্জের ইমরান আহমদ কারিগরি কলেজ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজের ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৪১জন ও এ-মাইনাস গ্রেডে ১জন শিক্ষার্থী।
কলেজের শিক্ষার্থীদের এমন সাফল্য কলেজের প্রতিষ্ঠাতা প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, ২০১৭ সালে কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সাল থেকেই এখানে শুরু হয় পাঠদান কার্যক্রম। প্রথম ব্যাচের শিক্ষার্থীরাও শতভাগ পাস সহ ৯টি জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করেন। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।