বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুবসমাজকে দক্ষ ও সচেতন নেতৃত্বে রূপান্তরিত করতে ইউনাইটেড পিপল গ্লোবাল (ইউপিজি) চালু করেছে ব্যতিক্রমী একটি উদ্যোগ “ইউপিজি সাসটেইনেবিলিটি লিডারশিপ প্রোগ্রাম”। এই প্রোগ্রামের সদস্য হিসেবে কাজ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আমীন ইমন
প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০ এর অধিক তরুণ এই প্রোগ্রামের মাধ্যমে “ইউপিজি সাসটেইনেবিলিটি লিডার” হিসেবে নির্বাচিত হন।
নির্বাচিতদের জন্য ৯ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যেখানে নেতৃত্ব বিকাশ, টেকসই শিক্ষা এবং স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের কৌশল শেখানো হয়। প্রোগ্রামটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে চারটি মূল স্তম্ভ—সচেতনতা, বিশ্বাস, সহযোগিতা ও কমিউনিটি—এর উপর ভিত্তি করে পরিচালিত হয়।
এই প্রোগ্রামের বিশেষ দিক হলো, নির্বাচিত শীর্ষ ৬০ জনের অধিক তরুণকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ড সেন্টার ফর সায়েন্স অ্যান্ড লিডারশিপে সম্পূর্ণ অর্থায়নে সরাসরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দেওয়া হয়, যা তাদের জন্য একটি বিরল ও অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতা।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী বদরুল আমীন ইমন বলেন, “ইউপিজি আমাকে একজন ইতিবাচক নাগরিক হিসেবে নেতৃত্বগুণ উন্নত করতে, টেকসই উন্নয়ন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে এবং বাস্তবসম্মত প্রজেক্ট পরিচালনার দক্ষতা বাড়াতে সহায়তা করছে। এর মাধ্যমে আমি আমার কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রস্তুত হতে পারছি। পাশাপাশি, এই প্ল্যাটফর্মটি আমাকে ইউপিজি অ্যালামনাই এবং বিশেষজ্ঞদের বিশাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, যা আমার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য এই প্রোগ্রামের মাধ্যমে ইউপিজি তৃণমূল পর্যায়ে কার্যক্রম ও সহযোগিতার ভিত্তিতে নতুন প্রজন্মের সমাধানমুখী নেতৃত্ব তৈরির একটি উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। এটি বৈশ্বিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও টেকসই সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
মাঈন উদ্দিন
শাবিপ্রবি প্রতিনিধি
মোবা:০১৮৪৬৬৩০৭৯৩
