রবিবার , ২৫ আগস্ট ২০২৪, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪২
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন এমসি কলেজের শিক্ষক সুফিয়া চৌধুরী

এমসি কলেজ প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সুফিয়া চৌধুরীর অবসরোত্তর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের এম সাইফুর রহমান ভবনে থাকা দর্শন বিভাগের ২য় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মাদ তোফায়েল আহাম্মদ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রিংকু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু নাসের খানঁ, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রভাষক সাবিহা আক্তার। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ আহমেদ, নাইমান জালাল, হৃদয় সরকার, পারভেজ আহমেদ, রায়হান আহমেদ মাসনুন এবং হুমায়রা ইসলাম নাদিরা বক্তব্য রাখেন।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী ইমরান হোসেন এবং গীতা পাঠ করেন হৃদয় সরকার।

উল্লেখ্য, ১৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালের ১১ আগস্ট এমসি কলেজের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা সুফিয়া চৌধুরী প্রায় ২৮ বছর শিক্ষকতা করে ২০২৪ সালের ৩০ জুন অবসরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।