সোমবার , ৩ এপ্রিল ২০২৩, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, রাত ১২:০৩
আজকের সর্বশেষ সবখবর

আইইইই বাংলাদেশ সেকশন আয়োজিত অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ত্ব

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

“IEEE Bangladesh Section Appreciation and Award Night” শীর্ষক অনুষ্ঠানে লিডিং  ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৩তম  ব্যাচের শিক্ষার্থী তারেক আনোয়ার শিকদার, সাদিয়া মুমতাহিনা এবং স্বর্ণালী দের সমন্বয়ে গঠিত ‘পাওয়ার বোস্টার’ দল ৩টি ক‍্যাটাগোরিতে অ‍্যাওয়ার্ড অর্জন করেছে।
IEEE বাংলাদেশ সেকশন কর্তৃক আয়োজিত কো-লোকেটেড কনফারেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে আন্তর্জাতিক ও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের স্নাতক শিক্ষার্থীদের এ দলটি অংশগ্রহণ করে WIE Climate Change Idea Contest, Undergraduate Thesis Contest এবং Undergraduate Research Paper Contest -এ তিনটি ক্যাটাগরিতে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করায় শিক্ষার্থীদেরকে এ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে ক্রেস্ট , প্রাইজমানি ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়।
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করায় সোমবার (০৩ এপ্রিল ২০২৩) সকালে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এসময় ইইই বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম এবং অ‍্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষার্থীদের দলের সুপারভাইজার গোলাম মাহফুজ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষকবৃন্দও শিক্ষার্থীদের এ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে অনুপ্রাণিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।