শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়ি আটক

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- উপজেলার কায়েতগাঁওয়ের মৃত মন্তাজ আলীর পুত্র ফকির মিয়া (৪০), মৃত হানিফ আলীর পুত্র রইছ মিয়া (৪৫), মৃত নুর উদ্দিনের পুত্র  ইজ্জত উল্লাহ (২০), মৃত আবরু মিয়ার পুত্র মোঃ আবুল কাশেম (৩৭), মৃত জমশিদ আলীর পুত্র কমর উদ্দিন (৩৮), মন্তাজ আলীর পুত্র দৌলত উর রহমান (৩৫), মহিষখেড় গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মুহিবুর রহমান (৫০), দরাকুল গ্রামের মৃত তজমুল আলীর পুত্র মঈন উদ্দিন (৪০), ভোলাগঞ্জের আনোয়ার হোসেনের পুত্র শাহানুর হোসেন (৩৬), খাগাইল গ্রামের মৃত রম্বস মিয়ার পুত্র শাদুল্লাহ (৩০), মৃত আতাউর রহমানের পুত্র ইসলাম উদ্দিন (৪০) ও রাজাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র মানিক মিয়া (৪০)।

ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে পুলিশের একটি দল খাগাইল বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কার্ড (তাস) এবং নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।