সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার (২২ নভেম্বর) উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় গ্রামের সুনিল দেবের পরিবারের ওপর এই হামলা ও ভাঙচুর করা হয়। এতে ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
জানা যায়, গত ২০ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় গ্রামের সুনিল দেবের পরিবার থেকে পূজা করার জন্য প্রস্তুতি নেয়া হয় এবং পূজা শুরু হয়। ওইদিন ৮ টার দিকে এলাকার কিছু সন্ত্রাসী পূজার সময় এসে হামলা চালায়। হামলা করে মূর্তি ভেঙে ফেলে। এসময় সেখানে উপস্থিত সদস্যরা বাঁধা দিলে তাদের উপর আক্রমণ চালায় সন্ত্রাসীরা। পরে গতকাল বুধবার (২২ নভেম্বর) এবিষয়ে সুনিল দেবের যুক্তরাজ্য উচ্চশিক্ষার জন্য অবস্থানরত ছেলে পান্তোষ দেব সৌরভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করলে এনিয়ে ওই এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। তখন আবারো ওই এলাকার সন্ত্রাসীরা তাদের বাড়ি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। এতে করে বাড়িতে থাকা টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, এবং গুরুত্বপূর্ণ দলিল ও গবাদিপশুও পুড়ে যায়। এসময় হামলাকারীরা সৌরভ দেশে ফিরলে তাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে তার পরিবারের কাছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা কাল সুনিল দেবের বাড়িতে ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয়। আগুনে বাড়ির টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, এবং গুরুত্বপূর্ণ দলিল ও গবাদিপশুও পুড়ে গেছে। এ ঘটনার পর থেকে তাকে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি প্রদান করা হচ্ছে। তার ওপর যেকোনো সময় সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। আমরা এঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছি।