শনিবার , ৪ মার্চ ২০২৩, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৭:২০
আজকের সর্বশেষ সবখবর

হাওররক্ষা-বাঁধ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে: পানিসম্পদ সচিব

ডেস্ক রিপোর্ট
মার্চ ৪, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

হাওররক্ষা বাঁধ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে। অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। হাওরের এক ফসলী বোরো ধান কেটে কৃষকরা যাতে ঘরে তুলতে পারেন সরকার সে ধরনের ব্যবস্থা আগেই নিয়েছে বলে জানিয়েছন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান।

তিনি আরও বলেন, দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা সুনামগঞ্জ। আশা করছি ৭ মার্চের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়ে যাবে। এ জেলায় এ বছর ১ হাজার ৭৮ টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় বাঁধ নির্মাণ করা হচ্ছে।

শনিবার (৩ মার্চ)দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাকাটুকিয়া এলাকায় নির্মিত বাঁধ পরিদর্শন করে এসব কথা বলেন।

এর পূর্ব জেলার বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর ও জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসল রক্ষা বাধ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।