সোমবার , ১০ এপ্রিল ২০২৩, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

হতদরিদ্রদের মাঝে সেবা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

লবীব আহমদ
এপ্রিল ১০, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সেবা ফাউন্ডেশন। তারই অংশ হিসেবে আজ সোমবার (১০ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলায় ৫০ জন দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, ছোলা, চিনি, দুধ, লবণ, লাচ্ছি সহ আরো অনেক কিছু।

৭ এপ্রিল থেকে শুরু হওয়া রমজান প্রজেক্ট-২০২৩ সিলেট বিভাগের বিশ্বনাথ, জগন্নাথপুর, বিয়ানীবাজার, বড়লেখা, সুনামগঞ্জ, সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তমরুজ মিয়ার ব্যবস্থাপনায় বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় ও সেবা ফাউন্ডেশনের ট্রাস্টি এন্ড সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রশিদ, ট্রাস্টি মিজানুর রহমান, এমদাদুর রহমান, কফিল উদ্দিনের তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সেবা ফাউন্ডেশন বাংলাদেশ শাখার ম্যানেজিং ডিরেক্টর আফজাল হোসেন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর সুমন আহমেদ অপু, ডেপুটি ডিরেক্টর শিপন আহমদ রিজন, ওডিটর শিরিনা খানম ডলি, কোম্পানীগঞ্জের এম্বাসেডর আব্দুল জলিল, সাংবাদিক ও ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনের প্রতিনিধি আমির হুসেন সাগর, সাংবাদিক ফখর উদ্দিন, সুহেল আহমদ, ব্যবসায়ী আশরাফুল ইসলাম খোকন, নুরুজ আলী, কালা মিয়া, আব্দুর রহমান, বাবুল আহমদ, উজ্জ্বল আহমদ, মাহমুদুল হাসান, আলতাফ হুসেন, রাকিব আহমদ, নাহিদ, মেহেদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।