বুধবার , ১৫ মার্চ ২০২৩, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের বিমান ভাড়া ৪৭ হাজার ৭৭৯ টাকা কমানোর সুপারিশ

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৫, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর হজের ব্যয় বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীদের বিমান ভাড়া ৪৭ হাজার ৭৭৯ টাকা কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি হজযাত্রীদের বিমান ভাড়া হিসেবে নির্ধারিত ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে। একইসঙ্গে হজযাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ করে। এছাড়া হজের মেডিকেল টিমে হার্ট, অ্যাজমা ও ডায়াবেটিস রোগে বিশেষজ্ঞ ডাক্তারদের প্রেরণের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।