সোমবার , ৮ মে ২০২৩, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অভিবাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
মে ৮, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।

মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা এই গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।
সূত্র : আরব নিউজ, অ্যারাবিয়ান বিজনেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।